খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের যে কর্মসূচি, তা সততা ও নিষ্ঠা দিয়ে এবং পরিশ্রম করে বাস্তবায়ন করাই হবে আমার প্রধান কাজ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন। তিনি বলেন, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তবে তার আগে প্রয়োজন কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার মাধ্যমে সেই সমাজ প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। আমি আশা করি, অতীতের চেয়ে ভবিষ্যতে এই মন্ত্রণালয়ের বাজেট আরও বাড়বে।
বৃহস্পতিবার দুপুরে নতুন দফতর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্বভার বুঝে নেওয়ার পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন এই মন্ত্রী বলেন, সচিব সাহেব জানালেন, এ মন্ত্রণালয়ের এ বছরের বাজেট নাকি ৩ হাজার কোটি টাকা। বিমান মন্ত্রণালয়ের বাজেট তো ছিল ৮শ কোটি টাকা। আমি তাহলে শতকের ঘর পেরিয়ে হাজারের ঘরে পৌঁছলাম।
মন্ত্রিসভার দফতর পুনর্বণ্টনের পর বৃহস্পতিবার দুপুরে প্রথম সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যান রাশেদ খান মেনন। এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এ বছরকে নির্বাচনের বছর উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা তো নির্বাচনের বছর। এসময় মন্ত্রিপরিষদের এই পরিবর্তন খুবই স্বাভাবিক প্রক্রিয়া।
এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সাংবাদিকদের বলেন, আজ থেকে এই মন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলব।
এর আগে, বৃহস্পতিবার সকালে রাশেদ খান মেনন তার সদ্য ছেড়ে আসা বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যান। সেখানে তিনি ওই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত এ কে এম শাজাহান কামালকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে তারপর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আসেন।