Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮:  আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরুহ আল-জাজিরাকে জানিয়েছেন, ওই হামলায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার কাবুলের পিডি-৯ জেলার বানাই এলাকায় ওই হামলা চালানো হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাজিব দানিস বলেন, হতাহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক রয়েছে। ওই এলাকার কাছেই মার্কিন দূতাবাসসহ আরও বেশ কিছু বিদেশী দূতাবাস রয়েছে। হামলার পর পরই সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় টোলো নিউজের বরাতে জানা যায়, পুলিশের অভিযান চলাকালেই ওই হামলা চালানো হয় হামলায় ২০ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি ওই হামলাকে অমানবিক সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে বলেন, ‘সন্ত্রাসী এই হামলাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি আমরা। আল জাজিরা