Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮: জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে তাই এ পদ্মা সেতুতে আপনার কেউ উঠবেন না ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মামলায় হাজিরা দিতে দিতে বেগম জিয়ার মাথা হয়ত নষ্ট হয়ে গেছে।

শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে ওবায়দুল কাদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া যদি পদ্মা সেতুতে না উঠেন তাহলে তার জন্য ফেরী থাকবে। তিনি ফেরীতে করে পদ্মা পার হবেন।

কাদের বলেন, জোড়াতালি ছাড়া কী পদ্মা সেতু হয়? জোড়াতালি ছাড়া কী পদ্মা সেতু করা সম্ভব? সম্ভব নয়।