খােলা বাজার২৪।শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮: কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কেক কাঁটা, গুণীজন সম্মাননা, আলোচনা সভা, শীত বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নজরুল ইনষ্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো.আবিদ হেসেন বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেবায় নিবেদিত প্রাণ জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হয় কুমিল্লা সিভিল সার্জন মুজিব রহমানকে। সাংস্কৃতিক সন্ধায় অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সুবিধাবঞ্চিত শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে।