Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার,৭ জানুয়ারি, ২০১৮:  সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নয় বাংলাদেশি নিহত হয়েছে। রোববার দেশটির জিজান প্রদেশে বাংলাদেশ সময় ভোরে এই দুর্ঘটনা ঘটেছে।

নয় জন নিহতের পাশাপাশি এই দুর্ঘটনায় অন্তত আরও ১৮ জন বাংলাদেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় জনের পরিচায় পাওয়া গেছে। তারা হলেন-সিরাজগঞ্জের দুলাল, কিশোরগঞ্জের জসিম, টাঙ্গাইলের সাইফুর রহমান, নরসিংদীর আমীর হুসাইনও ইদন এবং মতিউর রহমানের বাড়ি নারায়গঞ্জে।

সৌদিতে কর্মরত একজন বাংলাদেশি জানিয়েছেন, তারা স্থানীয় ফাহাদ কোম্পানিতে ক্লিনার পদে কর্মরত ছিলেন। একটি পিকাআপ ভ্যানে করে কাজের যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৮জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ১জনের মৃত্যু হয়।

সাপ্তাহিক ছুটির দিন থাকায় এ’ব্যাপারে বাংলাদেশি দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।