Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার,৮ জানুয়ারি, ২০১৮: ২৫টি সরকারি খাতে অপচয়, দুর্নীতি বন্ধ করার জন্য নজরদারি আরও জোরদারের কথা জানিয়েছে দুদক। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী জানান, আমরা দৃশ্যমান কিছু করার চেষ্টা করবো যেন সবাই বুঝতে পারে দুর্নীতির বিরুদ্ধে কিছু একটা হচ্ছে।

সোমবার দুপুরে নতুন বছরে দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মপরিকল্পনা পেশ করার  সময় তিনি এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, যেখানে নিয়ম আছে, সেখানে অনিয়ম থাকবেই। তাই ব্যাংকিং সেক্টরেও কিছু অনিয়ম থাকতে পারে।

ব্যাংকিং খাতে সুশাসন ফিরতে শুরু করেছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ আরও বলেন, ইদানীং আমরা লক্ষ করছি প্রায় ১০টি মামলায় যারা আসামি হওয়ার কথা ছিল তারা না হয়ে তাদের স্ত্রীরা মামলার আসামি হচ্ছেন। এটি একটি সামাজিক সমস্যা। স্ত্রীদের জিজ্ঞেস করলে তারা বলেন সম্পদের মালিকানা সম্পর্কে তারা কিছুই জানেন না। আমরা তাই পদক্ষেপ নিচ্ছি যেন অবৈধ অর্থ স্ত্রীর নামে রাখা না যায়।