Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮: টানা দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ গত বছর। লা লিগাতেও শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছিল পাঁচ বছর পর। এই অর্জনগুলো যেন ভুলে যেতে বসেছে ভক্তরা। এই মৌসুমে রিয়ালের বাজে পারফরম্যান্সই এর কারণ। তবে দল ঘুরে দাঁড়াবে, এমন আশ্বাস দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

গত রবিবার সেল্তা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করার পর লা লিগায় শীর্ষস্থান থেকে ১৬ পয়েন্ট পেছনে পড়ে গেছে রিয়াল। শিরোপা ধরে রাখার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও হতাশা ঘিরে ধরেছিল তাদের। গ্রুপ রানার্সআপ হয়ে তারা উঠেছে শেষ ষোলোতে, যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি।

কোচ জিনেদিন জিদান রিয়ালের এই সঙ্কটে অবিচল আছেন। তিনি ভীতির মধ্যে নেই। কঠিন সময়টা উতরে যাওয়ার বিশ্বাস ফরাসি কোচের মনে। তার দলের তারকা রোনালদোও আত্মবিশ্বাসী, অন্ধকার পেরিয়ে আলোর দেখা পাবে রিয়াল। ফিফার বর্ষসেরা ফুটবলার ভক্তদের আশ্বস্ত করেছেন ইনস্টাগ্রামের পোস্টে, ‘ঝড়টা কতক্ষণ থাকবে সেটা ব্যাপার নয়। মেঘ সরিয়ে আবার সূর্য ঠিকই ঝিলিক দেবে।’