Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ভারী তুষারপাতে আটকা ১৩ হাজার পর্যটকখােলা বাজার২৪। বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮: সুইজারল্যান্ডে  ভারী তুষারপাতে পর্বতমালার বিখ্যাত রিসোর্ট জারমাটে প্রায় ১৩,০০০ পর্যটক  আটকা পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

কর্তৃপক্ষ আরও জানায়, রোববার একজন ব্রিটিশ স্কেয়ার টাইনেস রিসোর্ট থেকে নিখোঁজ হয়েছেন জানিয়েছে স্থানীয় পুলিশ । উদ্ধারকর্মীরা জানায়, তারা  অনুসন্ধান কার্যক্রম শুরু করছে ।

রেল স্টেশনের প্রধান  জিননে ইমেশ এএফপিকে জানান,  দক্ষিণ  সুইজারল্যান্ডের  ক্যান্টন ভালাসে  ভারী তুষারপাতের কারণে জারমাটের রেলসহ সব ধরণের পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।

ইমেশ আরও জানান, সোমবার সকালে জারমাটের  প্রধান রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শুধু মাত্র জারমাটের রেল সোমবার সন্ধ্যায় বন্ধ করা হয়েছে।

জানা গেছে, জারমাটে ৫ হাজার ৫০০ লোক বসবাস করে। কিন্তু জারমাটের রিসোর্ট এবং হোটেল গুলোতে প্রায় ১৩ হাজার পর্যটক ধারণ করার ক্ষমতা রয়েছে।

জারমাটে তুষার ঝড় হবার অনেক ঝুঁকি রয়েছে।  তুষারপাতে জন্য  জারমাটের অনেক এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ নেই বলে জানিয়েছে এটিএস  সংবাদ সংস্থা। পাথরধস এবং বন্যার জন্য জারমাটের বিভিন্ন রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে।

সূত্র : এএফপি নিউজ