Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮: সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকেও ধরে রাখেনি হায়দরাবাদ। অন্য ছয় বাংলাদেশি তারকার সঙ্গে এবার নিলামে উঠতে হবে সাকিব- মুস্তাফিজকে। তবে এ দুজন যে দল পাবেন তা বলেই দেওয়া যায়।

এবার দল পাচ্ছেন বাংলাদেশি আরেক তারকা তামিম ইকবাল খানও। লক্ষণ সেটাই বলে দিচ্ছে। পাকিস্তান সুপার লিগে ভালো করেছেন তামিম। জাতীয় দলের হয়েও নিয়মিত রান করে যাচ্ছেন এ ওপেনার। যে কারণে আন্তর্জাতিক অঙ্গণে বেশ কদর বেড়েছে তার।

ভারতীয় একটি মিডিয়ার খবর মতে, তামিমকে দলে নিতে চাচ্ছেন কিংস ইলেভেন পাঞ্চাবের অন্যতম মালিক প্রীতি জিনতা। তামিমকে নিয়ে নাকি তার প্রচুর আগ্রহ। এমনটাই জানিয়েছের ওই মিডিয়া।

শুধু প্রীতি জিনতা নন, আরো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তামিমের ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছে ভারতের ওই মিডিয়াটি।

আসছে ২৮ ও ২৯ জানিুয়ারি হবে আইপিএলের নিলাম। এ নিলামে নাম থাকবে বাংলাদেশি ৮ তারকার। এরা হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও আবুল হাসান।