খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮: আফ্রিকার দেশ মরক্কোয় নারীদের জন্য ‘গোলাপি বাস’ চালু করার ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। পাবলিক বাসে নারীদের যৌন হয়রানি থেকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ নিয়ে দেশটির জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ উদ্যোগকে লিঙ্গ বৈষম্য মূলক আচরণ বলে সমালোচনা করছেন অনেকে। আবার কারও কারও মতে এর ফলে নারীদের নিরাপদ যাত্রা ও যৌন হয়রানি কমে আসবে বলেও মনে করা হচ্ছে।
দেশটির রাজধানী রাবাতের মেয়র মুহাম্মদ সিদ্দিকী বলেন, অনেক উন্নত দেশেই এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের টোকিও তেও মেট্টো ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা রয়েছে। যাতে করে নারীদের যৌন হয়রানি থেকে রক্ষা করা যায়।
তবে মেয়রের এ উদ্যোগের বিরোধিতা করছেন দেশটির বাম সংগঠনগুলো। তাদের দাবি, এ উদ্যোগের ফলে অন্যান্য শাখায়ও নারী পুরুষকে পৃথক করে দেওয়ার পথ সহজ করে দিল।