Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮ মোঃরাসলে  মিয়া নরসিংদী প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকা- প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা আয়োজনের লক্ষ্যে শিল্পকলা একাডেমীতে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের ৬৪টি জেলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্ভোধন করেন দেশনেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে নরসিংদীর ঐতিহ্য, উন্নয়ন, সাহিত্য সংস্কৃতি, কৃষ্টি, তথা দেশের সার্বিক উন্নয়নের বিষয়ে চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকবে ৩ দিন ব্যাপি সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে তথ্য প্রযুক্তি সহ ৯২ টি দপ্তর অংশগ্রহণ করবে। ইতোমধ্যে স্টল সজ্জায় ব্যস্ত সময় পাড় করছেন নির্মাণ কর্মীরা।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ড. এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার লুবনা ফারজানা, সহকারি কমিশনার মো. শাহ আলম মিয়া ও গণমাধ্যমকর্মী।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ তুলে ধরেন। মেলাকে ঘিরে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণের মাঝে উপস্থাপন করা ও আপামর জনসাধারণকে সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত করাই উন্নয়ন মেলার মূল উদ্দ্যেশ।

এ বছর উন্নয়ন মেলার প্রতিপাদ্য বিষয় উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ গত বছর মেলার ৭৯টি দপ্তর অংশ নিয়েছিলো এ বছর ৯৫টি দপ্তর অংশগ্রহণ করবে। তিনি সকল সেবা প্রত্যাশীদের মেলায় অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন। জানা গেছে, নরসিংদী জেলায় যাদের অফিস নেই তারা জেলায় অবস্থান করে মেলায় অংশগ্রহণ করবেন। সরকারি দপ্তর সংস্থা, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিভাগ দেশী ও আন্তর্জাতিক এনজিও, সাংস্কৃতিক সংগঠন ক্লাব মেলায় অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। নরসিংদীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক) এমপি মেলায় উপস্থিত থেকে উন্নয়ন মেলা ও র‌্যালির উদ্বোধন  করেন।

মেলায় সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সকল দপ্তর, গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের জনগণ ছাত্র-শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, দেশী বিদেশী পর্যটক, বিনিয়োগকারী, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী অংশগ্রহণ করবেন। এছাড়াও মেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও প্রধানমন্ত্রী কর্তৃক অর্জিত সাফল্য স্বীকৃতি পুরস্কার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এসডিজি নরসিংদী জেলার ঐতিহ্য পর্যটন এবং সরকারের সকল দপ্তর ও সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অর্জিত সকল সাফল্য ও উন্নয়ননের সুস্পস্ট চিত্র ও ভবিষ্যতের বাংলাদেশ সকলের মাঝে বিশেষভাবে উপস্থাপন করা হবে। উন্নয়নের বিভিন্ন দিক ক্রোড়পত্র এবং ভিডিও ফুটেজ এর মাধ্যমে প্রচার করা হবে।

উন্নয়ন মেলা প্রচারের জন্য আরোও নানাবিধ উদ্যোগ নেয়া হয়েছে। উন্নয়ন মেলার প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, রচনা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলায় নিরাপত্তার জন্য যথেষ্ট পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে। মেলায় উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী, সরাসরি মেলা আয়োজনের বিষয়টি নরসিংদী জেলার তত্ত্বাবধান করছেন এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের সকল মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর সংস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলায় অংশগ্রহণের বিষয়টি তত্বাবধান করছেন।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন যে, দেশ রতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যেয়কে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং নরসিংদী জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিয়তা করেছি। ইতিমধ্যেই পাঁচটি নদীর খনন কাজ চলছে ও নরসিংদীর মেঘনা নদীতে ব্রীজের কাজ ৯৫% সম্পূর্ণ হয়েছে এবং আগামী নির্বাচের আমাদের সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশকে পরিপূর্ণ একটি দেশ ও জাতি হিসেবে সম্পূর্ণ করতে পারব।