খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮: ইউরোপিয় ইউনিয়নের তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান না করলে পোল্যান্ডকে এই ব্লক থেকে বের করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইইউ’র প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
টাস্ক পোল্যান্ডের প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘ইইউ’র শর্ত পূরণ করতে না পারলে ওয়ারশ এর সরকারকে ‘পোলেক্সিট’ এর প্রস্তুতি নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘এটি আমাদের সবার জন্যই দুঃখজনক। কিন্তু আরো বিব্রতকর কথা হচ্ছে পোল্যান্ড নিজের রাজনৈতিক পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পারছে না।’
গত দুই বছর ধরে বিচার বিভাগ, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন লঙ্ঘন এবং ইউরোপিয় নীতি-আদর্শ লঙ্ঘনের অভিযোগে পোল্যান্ডের সঙ্গে ইইউ’র উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এছাড়া জলবায়ূ পরিবর্তন ও অভিবাসন ইস্যুতে ইইউর সঙ্গে কট্টর দ্বিমত পোষণ করে পোল্যান্ডের চরমপন্থী সরকার। ডিসেম্বরে ইইউ কমিশন পোল্যান্ডের বিরুদ্ধে ৭ দফা প্রয়োগ করে। এই দফা আপাতত সতর্কতামূলক হলেও পরে এটি
শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি ইইউ-তে পোল্যান্ডের ভোটাধিকার স্থগিত রাখাও সম্ভব। ডিডব্লিউ।