Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮:মাঠের বাইরে মারামারির ঘটনায় জড়িত থাকায় অ্যাশেজ স্কোয়াডে জায়াগা পাননি বেন স্টোকস। টেস্টের পর ওয়ানডে দলেও রাখা হয়নি তাকে। তবে আগামী মার্চে নিউজিল্যান্ড সিরিজে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে জায়াগা পেয়েছেন এ তারকা অলরাউন্ডার।

স্টোকস ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মেসন ক্রেন। সদ্য শেষ হওয়া অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অভিষেক হয়েছিল তার। বল হাতে দারুণ পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও দলে ঠাঁই পেয়েছেন ২০ বছর বয়সি এ লেগস্পিনার।

অ্যাশেজ টেস্টে ব্যাট হাতে রান না পেলেও জেমস ভিন্স ও মার্ক স্টোনম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রয়েছেন। তবে ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স, বোলার জ্যাক বল ও অলরাউন্ডার টম ক্রান দল থেকে ছিটকে পড়েছেন।

আগামী মার্চে নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলতে যাবে নিউজিল্যান্ড। ২২ মার্চ অকল্যান্ড প্রথম ম্যাচটি খেলবে দু’দল। এরপর ২০ মার্চ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ড টেস্ট দল : জো রুট, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, অ্যালিস্টার কুক, মেসন ক্রেন, ব্যান ফকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড। ক্রিকইনফো