Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮:হৃদরোগের ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় খুব কম চিকিৎসা পান বলে সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে। এতে বলা হয়, নারীরা যদি পুরুষের মতই চিকিৎসা পেতেন তাহলে হৃদরোগের কারণে খুব কম নারীই মৃত্যুবরণ করতেন।

গত ১০ বছর ধরে হৃদরোগে ভোগা ১ লাখ ৮০ হাজার ৩৬৮ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই কথা বলা হয়। তারা দেখেন, এক বছরের পুরুষের তুলনায় নারীদের এই রোগে মৃত্যুর সম্ভাবনা তিনভাগ বেশি, যেখানে পুরুষের মৃত্যুর হার মাত্র এক ভাগ।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন জানায়, হৃদরোগে মানুষ সাধারণত পুরুষ বিষয়ক বলেই ধারণা করে থাকে। কিন্তু সত্যিকারের বিষয় হল, স্তন ক্যান্সারের চাইতেও বেশিরভাগ নারী হৃদরোগে মৃত্যুবরণ করেন।

লির্ডস বিশ্ববিদ্যালয় এবং ক্যালোরিনিস্কা ইনস্টিটিউটের তথ্যে দেখা যায়, খুব কম নারীই হৃদরোগের ক্ষেত্রে চিকিৎসার সুবিধা পেয়েছেন। প্রফেসর ক্রিস গ্যাল বলেন, ‘সাধারণ নাগরিক এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতে কাজ করা ব্যক্তিদের মধ্যে একটি ধারণা বিরাজ করে যে, মধ্যবয়সী, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং ধূমপান করা ব্যক্তিরাই হৃদরোগের রোগী। কিন্তু হৃদরোগের ক্ষেত্রটি অনেক ব্যাপক। বিশেষ করে নারীদের ক্ষেত্রে।’

হৃদরোগের একটি নির্দিষ্ট অবস্থায় নারীরা ৩৪ শতাংশ কম চিকিৎসা পান। এসময় বন্ধ থাকা ধমনী খুলে দিতে হয়, যার জন্য বাইপাস সার্জারি ও স্ট্যান্টসের প্রয়োজন হয়। তাদের ২৪ শতাংশ কম স্ট্যাটিন ওষুধ দেওয়া হয়। এই ওষুধ দ্বিতীয়বার হৃদরোগের ঝুঁকি কমায়। আর ১৬ শতাংশ কম অ্যাসপিরিন দেওয়া হয়, যা রক্তের জমাট বাঁধা দূর হয়।

এই তিন ধরণের চিকিৎসাই নারী-পুরুষ উভয়কেই দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে নারী সবধরণের চিকিৎসা পেলে সবক্ষেত্রেই নারী-পুরুষের মৃত্যুর হার অনেক কমে যাবে। যুক্তরাজ্যে প্রতিবছর ১ লাখ ২৪ হাজার হাজার পুরুষ ও ৭০ হাজার নারী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক গেইল বলছেন, নারীদের সমানভাবে রোগ নির্ণয়ের পরীক্ষা করানো হয় না। এতে তাদের ৫০ শতাংশ ভুল চিকিৎসা করা হয়। শুধু হৃদরোগ নয়, নারীরা পুরুষের তুলনায় বেশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগে। তবে তা মৃত্যুহারে তেমন ভূমিকা রাখে না।