খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮: মেহেদী হাসান জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ব বিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের কর্মীবৃন্দ। মাহমুদুল হাসান নামের সেই শিক্ষার্থী জবির রসায়ন বিভাগের অষ্টম ব্যাচে অধ্যায়নরত। তাকে জবির ১২তম ব্যাচের কিছু ছাত্রলীগ কর্মী মারধর করেছে বলে জানা যায়। ছাত্রলীগ কর্মীবৃন্দ জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেলের অনুসারী ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মাহমুদুল হাসান যখন নিজ বিভাগে কার্য সম্পন্ন করার লক্ষে বিজ্ঞান অনুষদে পৌছায় তখন ছাত্রলীগের কিছু কর্মী তাকে পূর্ব ক্ষোভের জের ধরে বেধরক মারধর করে। বিজ্ঞান অনুষদ হতে মারতে মারতে তাকে জবির প্রধান ফটক পযর্ন্ত নিয়ে যাওয়া হয়। এ সময় ছাত্রলীগ কর্মীদের হাতে লাঠিসোটা দেখে জবির সহকারী প্রক্টর মোস্তফা কামাল মাহমুদুলকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
মাহমুদুল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অতর্কিত ভাবে কিছু ছেলে তাকে মারতে থাকে এবং আনুমানিক ৪৫ মিনিটের মত মারেন। এ ব্যাপারে সাধারণ সম্পাদক রাসেল জানান, মাহমুদুল হাসান ক্যাম্পাসে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করলে তাকে পুলিশে সোপর্দ করার ব্যাবস্থা করা হলে ঔ ছেলের পালানোর চেষ্টা করে। ফলে ছাত্রলীগকর্মীরা তাকে ধরে হালকা মারধর করে। জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।