Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলা বাজার২৪।শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮: উত্তর কোরিয়ার সঙ্গে ‘অনুকূল পরিস্থিতিতে’ যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে বলে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করার পর ট্রাম্প এ ইঙ্গিত দিলেন।
কয়েক মাসের চরম উত্তেজনার পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদ পাঠানোর ব্যাপারে দু’দেশের মধ্যে যুগান্তকারী সিদ্ধান্তের কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দু’পক্ষের মধ্যে এই সমঝোতাকে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
হোয়াইট হাউস জানায়, মুনের সঙ্গে ফোনালাপকালে ট্রাম্প ‘অনুকূল পরিবেশে’ পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকের ইচ্ছা ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ্ স্যান্ডার্স এক বিবৃতিতে জানান, ‘দুই নেতা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।’