খােলা বাজার২৪। শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮: দুর্নীতির বিরুদ্ধে অভিযানে সৌদি যুবরাজ, সাবেক মন্ত্রী ও আমলা, ধনাঢ্য ব্যবসায়ীসহ প্রভাবশালী দুই শতাধিক ব্যক্তিকে পাঁচতারকা হোটেল রিৎজ কার্লটন থেকে আল-হা’ইর কারাগারে স্থানান্তর করা হয়েছে। রিয়াদের আল-জাদিদ নিউজ সাইট এ খবর দিয়েছে।
আটক প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল, প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ সহ অনেক সরকারি কর্মকর্তা মুক্তির শর্ত হিসেবে নগদ অর্থ দিতে অস্বীকার করলে অন্তত ৬০ জন বন্দীকে প্রথম ধাপে কারাগারে স্থানান্তর করা হয়। বাকিদের একই কারাগারে স্থানান্তরের পর আগামী মাস থেকে পর্যটকদের জন্যে হোটেলটি খুলে দেওয়া হচ্ছে।
আল-হা’ইর কারাগারে সাধারণত সৌদি রাজনীতিতে সংস্কারের দাবিতে বন্দী ও সন্ত্রাসের অভিযোগে আটকদের রাখা হয়। কিছু দিন আগে রিয়াদে যে ১১ জন প্রিন্স আল-হাকাম রাজপ্রাসাদের সামনে বিক্ষোভ করেছিলেন তাদেরকে একই কারাগারে রাখা হয়েছে।
গত দুই মাস ধরে রিৎজ কার্লটন হোটেলে সৌদি বন্দীদের আটক রাখার সময় নিরাপত্তা বাহিনী, পুলিশ, রাজকীয় গার্ড ও সেনা সদস্যরা ওই স্থানটি ঘিরে রেখেছিল। অন্তত ১০০ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধারের আশা নিয়ে দুই শতাধিক ব্যক্তিকে দুর্নীতি দমন অভিযানে আটক করা হয়। তবে অনেকে বলছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যেই এধরনের অভিযান পরিচালনা করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের অভিযানে প্রবল সমর্থন দিয়ে যাচ্ছে।