Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮: নাটোরে অস্বচ্ছল শিল্পীদের জন্য দেয়া সরকারি মাসিক ভাতা পাচ্ছেন স্বচ্ছল শিল্পীরা। গত অর্থবছরে ভাতা পাওয়া ২৬ জনের মধ্যে ১০ জনের আর্থিক অবস্থা খুবই ভালো। অথচ আর্থিক অনটনে মানবেতর দিন কাটছে প্রকৃত শিল্পীদের। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সুশীল সমাজের নেতারা। তালিকা নিয়ে প্রশ্ন উঠায় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। একাত্তর টিভি

নাটোরের নলডাঙা পিরগাছা এলাকার লোকগানের শিল্পী মোহাম্মদ রাজ্জাক। তিনি একটি সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা, হোমিওপেথিক ডাক্তার ও সম্পত্তিও রয়েছে। শুধু তিনিই নন জেলার কণ্ঠশিল্পী আলাও উদ্দিন, অভিনেতা এটিএম জালাল উদ্দিনসহ এমন ১০ জন স্বচ্ছল ব্যক্তি প্রতি মাসেই শিল্পী ভাতা পাচ্ছেন।

অথচ সরকারি এই ভাতায় যাদের বেশি অধিকার সে দরিদ্র অস্বচ্ছল শিল্পীরা রয়েছেন অভাব আর অনটনে।

নাটোরের শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, যারা অস্বচ্ছল নন অথচ অস্বচ্ছল শিল্পীদের ভাতা গ্রহণ করেন। তারা দয়া করে সেই ভাতা অস্বচ্ছর ব্যক্তিকে পেতে সহায়তা করবেন।

অনিয়মের বিষয়টি গণমাধ্যমে আসার পর এর সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, প্রতিবছরই নীতিমালা মেনে ভাতার তালিকা করা হয়। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, যারা অস্বচ্ছল ব্যক্তি আছে তারা যেন আবার আবেদন করে। তারা যাতে ভাতা পায় সে ব্যবস্থা করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সারাদেশে অস্বচ্ছ শিল্পীদের জন্য মাসিক ভাতা দেয়া হয়। যা বছরে জুন মাসে একবারে পেয়ে থাকেন শিল্পীরা।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, সংস্কৃতি সেবীরা হয়তো এবিষয়ে সজাগ না। জেলা কমিটির সুপারিশেও অনেকেই ভাতা পেয়ে থাকে। এখন অস্বচ্ছর ব্যক্তিদের আবেদন নেয়া হচ্ছে যাতে পরবর্তীতে তারা আর বাদ না পড়ে।