Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮: ১১ জানুয়ারি, ২০১৮ তারিখে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮-এর লোগো উন্মোচন করা হয়েছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একাডেমী অব সাইন্স এর উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশের ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮” কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ কার্যক্রমের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো ও বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর, সেক্রেটারী (এক্্র অফিসিও) প্রফেসর ড. কে.এম  সুলতানুল আজিজ, এফবিএএস, ট্রেজারার প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী, এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মীর মোতাহার হাসান, বণিক বার্তা পত্রিকার সম্পাদক জনাব দেওয়ান হানিফ মাহমুদ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে এটিএন বাংলা, বাংলাদেশ একাডেমী অব সাইন্স ও  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।