Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুল এর অনুপ্রেরনায় মাহবুবুল হক পলাশের পরিচালনায় ‘ঢাকাআন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৮’- তে ‘সারিকাফ্যান্টাসিইমাজিং ওয়ার্ল্ড’এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা: দীপুমনি (এম.পি)। এখানে গ্লেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জহিরউদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন। সারিকা ফ্যান্টাসি ইমাজিংওয়ার্ল্ড প্রতি বছরের ন্যায় এবারও অটিস্টিক ও প্রতিবন্ধিদের জন্য তাদের সবগুলো রাইড  সম্পূর্ন ‘ফ্রী’ তে উপভোগ করার ব্যবস্থা করেছে। ডা: দীপু মনি বলেন অটিস্টিক এবং প্রতিবন্ধিদের জন্য এমন দৃষ্টান্ত অন্যদের অনুপ্রেরনা যোগায় এবং তাদের বিনোদনের চাহিদা পূরনে সহায়তা করে। গ্লেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জহিরউদ্দিন আহমাদ এমন উদ্যোগে সহায়তা করতে পারায় আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গ্লেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে অটিস্টিক ও প্রতিবন্ধিদের মাঝে খাবার ও ষ্টেশনারী বিতরন করেন। মাহবুবুল হক পলাশ অটিস্টিক ও প্রতিবন্ধিদের জন্য স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ন বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাটি ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতারুজ্জামান আখতার।