খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮: বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড ১১ বিলিয়ন ডলারে ৪০০টি ইলেকট্রিক গাড়ি বানাবে। রোববার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিল ফোর্ড এক গাড়ি প্রদর্শনীর অনুষ্ঠানে এমন ঘোষণা দেন।
গত অক্টোবরে ফোর্ডের প্রধান নির্বাহী পরিচালক জিম হ্যাকার জানান, আগামী ৫ বছরের জন্য বিভিন্ন ট্রাক ও বৈদ্যুতিক গাড়ির পেছনে বেশি মূলধন প্রয়োগ করবে কোম্পানি। তিনি বলেন, ‘আমাদের যানবাহনগুলোকে আমরা বৈদ্যুতিকরণের চেষ্টা করছি।’ এর আগে ফোর্ডের পক্ষ থেকে বৈদ্যুতিক গাড়ির উন্নয়নের জন্য একটি দল গঠন করে তাকে একটি ‘বৃহৎ চিন্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়।
২০১৬ সাল থেকে এরকম বৈদ্যুতিক গাড়ির উন্নয়নের জন্য গবেষণার খাতে আরো বরাদ্দ বাড়ানো হয়। এছাড়াও, জেনারেল মোটর কো, টয়োটা মোটর কোর্প, ভক্স ওয়াগেন এর মত বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষেত্রে আরো আকর্ষণীয় ও চমকপ্রদ পরিকল্পনাকে সামনে রেখে অগ্রসর হচ্ছে।