খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮: আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে যাচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রণব মুখার্জি। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।
এদিকে প্রণব মুখার্জিকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভি ক্যামেরা আওতায় আনার পাশাপাশি সৌন্দর্যবর্ধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট থেকে শুরু করে জিরো পয়েন্ট, কাটা পাহাড় রাস্তার আশপাশে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বসানো হয়েছে পানির ফোয়ারা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাঁর নিরাপত্তায় ভিভিআইপি প্রটোকল দেয়া হচ্ছে।’
সকাল ১১টায় প্রণব মুখার্জি রেডিসন ব্লু হোটেলে পৌঁছবেন। বেলা সাড়ে ১২টায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। সেখানে ডি-লিট গ্রহণ শেষে দুপুরের আহার গ্রহণ করবেন। দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন তিনি।
বিকেল ৩টার মধ্যে প্রণব মুখার্জি রাউজান পৌরসভা এলাকায় পৌঁছবেন। সেখানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্যসেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধ জানাবেন এবং মন্তব্য বইয়ে অনুভূতি লিখবেন।এরপর প্রণব মুখার্জি যাবেন রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের জন্মভিটায়। সেখান থেকে সরাসরি নগরীতে ফিরে রাত ৮টায় রেডিসন ব্লু হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন। ভারতীয় সহকারী হাই কমিশন এই সুধী সমাবেশের আয়োজন করেছে।