Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্ট হেরেছে ভারত। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের ফলাফল কি হবে তা নির্ধারিত হবে আজ বুধবার টেস্টটির শেষ দিনে। তবে চলতি টেস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ তালুবন্দি করতে পারেননি উইকেটকিপার পার্থিব প্যাটেল। আর তাতেই চটেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, সীমিত ওভারের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির উচিত ছিল টেস্টেও উইকেটকিপারের দায়িত্ব পালন করা।

অধিনায়ক থাকা অবস্থাতেই ২০১৪ সালে টেস্ট দল থেকে অবসর নেন ভারতের সফলতম উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি। এরপর দলটির প্রায় প্রতিটি টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন ৩৩ বছর বয়সী ঋদ্ধিমান সাহা। গ্লাভস হাতে বেশ দক্ষ পশ্চিমবঙ্গের এই ক্রিকেটার। গত টেস্টে দুই ইনিংস মিলে ১০টি ক্যাচ নিয়ে ভেঙেছেন ধোনির রেকর্ড। তবে দ্বিতীয় টেস্টে তার হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সুযোগ পান পার্থিব।

দেশের বাইরে ২০০৪ সালে সর্বশেষ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন পার্থিব। তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে তিনি ডিন এলগারের ক্যাচ ধরার চেষ্টাই করেননি। পরবর্তীতে এলগার ও এবি ডি ভিলিয়ার্স ১৪১ রানের জুটি গড়েন। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়েছেন পার্থিব। তাই সীমিত ওভারের পাশাপাশি টেস্ট দলেও গাভাস্কার অনুভব করেছেন ধোনির প্রয়োজনীয়তা, ‘ধোনি চাইলে থাকতে পারত। আমার মতে ওর অধিনায়কত্ব ছেড়ে দিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দলের সাথে থাকা উচিত ছিল। কারণ ড্রেসিংরুমে তার উপদেশ অমূল্য।’

পার্থিবকে ব্যাট হাতে যতটা ভরসা করা যায়, উইকেটের পেছনে ততটা যায়না বলেই মনে করেন গাভাস্কার, ‘ব্যাট হাতে সে একজন যোদ্ধা। তবে গ্লাভস হাতে মাঝে মাঝেই তার কিছু সমস্যা হয়।’

এলগারের ক্যাচটি নিয়েও কথা বলেছেন সাবেক অধিনায়ক গাভাস্কার, ‘ক্যাচটি ধরার চেষ্টা করে ব্যর্থ হলে সেটা মানা যেত। কিন্ত ধরার চেষ্টাই না করা হতাশাজনক।’ ক্রিকইনফো