খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: দেবিদ্বার বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ইমরান হোসেন (২২) নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছে। সে উপজেলার ভ‚ষনা গ্রামের দেলু ওরফে ধনু মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ১টার দিকে দেবিদ্বার রেয়াজউদ্দিন মডেল বিদ্যালয়ে। প্রত্যাক্ষদর্শীরা জানান, রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে ইমরান হোসেন বিদ্যালয়ের হাই বেঞ্চে উঠে দেয়ালে পানির পাইপ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। হঠাৎ বেঞ্চ উল্টিয়ে নিচে পড়ে যেতেই ইমরান হাত দিয়ে দেয়ালের সাথে লাগানো বিদ্যুৎযুক্ত লিক হওয়া সিসি ক্যামরার তার ধরার চেষ্টা করেন। পরে পানি ও বিদ্যুৎ এক সাথে হয়ে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে মারা যান। প্রত্যাক্ষদর্শীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।