Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮: আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’। বিগ বাজেটের এই ছবিতে একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।

বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এটা জুটি বেঁধে তাদের দ্বিতীয় সিনেমা। ৯ বছর আগে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন মিম। ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করে এবং এর প্রায় সবগুলো গান খুবই জনপ্রিয়তা লাভ করে। সেই ছবিতে তাদেরও রোমান্স বেশ প্রসংশা কুড়িয়েছিল।

দীর্ঘ ৯ বছর পর আবারও মুক্তি পেতে যাচ্ছে শাকিব-মিম জুটির নতুন ছবি। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল।

গত ২১ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে 'আমি নেতা হবো'। এরপর ছবিটি দেখে সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। সেই সুবাদে ছবিটি আনকাটা ছাড়পত্র লাভ করে।