খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮: নারায়ণগঞ্জে আন্দোলনরত হকারদের দাবির সমর্থনে আজ ১৮ জানুয়ারি ২০১৮ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে উচ্ছেদের শিকার হকারদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেন। একইসাথে পুনর্বসানের যথাযথ উদ্যোগ না নিয়ে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানান। নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে উদ্ভ‚ত সমস্যা সমাধানের জন্য সকলের প্রতি আহŸান জানান।
সমাবেশ থেকে গত ১৬ জানুয়ারি ২০১৮ নারায়ণগঞ্জে সংগঠিত সংঘর্ষের অনাকাঙ্খিত ঘটনা প্রসঙ্গে বলেন, হকাররা কাউকে আক্রমণ করেনি। হকারদের আন্দোলন রুটি রুজির আন্দোলন। গত ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখ থেকে নারায়ণগঞ্জে হকাররা ছুটির দিনে এবং অন্যান্য দিন বিকেল ৪টার পর ফুটপাতের চারভাগের একভাগ জায়গায় জিনিসপত্র রেখে হকারি করতে বাধা না দেয়ার দাবিতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। দাবি আদায়ের দ্বারপ্রান্তে এসে গত তিন দিনে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হকারদের রাজনৈতিক স্বার্থ হাসিলের গুটি হিসেবে ব্যবহার করবেন না। অনাহারি হকাররা পেটের দায়ে আন্দোলনে নেমেছে, তাদের কোন গোষ্ঠী স্বার্থে ব্যবহার করার অপচেষ্টা মেনে নেয়া হবে না।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি হকারনেতা আবুল হাশেম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হকারনেতা সেকেন্দার হায়াত, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি মঞ্জুর মঈন, নারায়ণগঞ্জ হকার সংগ্রাম পরিষদের আহŸায়ক সংগঠনের সহ-সভাতি আসাদুল হক, আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিউটি পারভীন, ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।