Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আসেনসিওর গোলে তিন ম্যাচ পর জয় পেলো রিয়াল

খােলা বাজার২৪। শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮: লেগানেসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচ জয়ের দেখা না পাওয়া রিয়াল মার্কো আসেনসিওর একমাত্র গোলে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ জিতেছে জিদানের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতের জয়টি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে রিয়ালের দ্বিতীয় স্বস্তি। এসময় দুটি জয়ের পিছে দুটি ড্র, আর দুটি হারে মাঠ ছেড়েছে দুঃসময়ের আবর্তে থাকা রিয়াল।

এ ম্যাচে প্রায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন জিদান। নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই সাইডবেঞ্চে। কয়েকটি আক্রমণ গড়েও প্রথমার্ধে সফলতা মেলেনি।

ধারহীন খেলায় যখন সাফল্য আসছিল না কোন পক্ষেরই, রিয়াল দাঁড়িয়ে আরেকটি হোঁচটের সামনে, তখনই ত্রাতা হয়ে আসেন মার্কো আসেনসিও। ৮৯ মিনিটে থিও হার্নান্দেজের ক্রসে দর্শনীয় ভলিতে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। তাতেই রক্ষা পায় রিয়াল।

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিরুদ্ধে মাঠে নামবে রিয়াল। ইএসপিএনএফসি