Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮: ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) উদ্যোগে দেশের অর্থনৈতিক খাতের অর্জন ত্বরান্বিত করা এবং উন্নয়নের সুষম বন্টন নিশ্চিত করার জন্য ফিন্যান্সিয়াল ইনক্লুশন নেটওয়ার্ক- বাংলাদেশ (ফিন-বি) নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এই নেটওয়ার্ক উদ্বোধন করেন অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, আইএনএম ফিন্যান্সিয়াল ইনক্লুশন নেটওয়ার্ক- বাংলাদেশ (ফিন-বি) নেটওয়ার্কটি সঠিকভাবে পরিচালিত হলে দেশের সকল ধরনের আর্থিক ও অর্থনীতির সাথে সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তি উপকৃত হবে।

তিনি আরও বলেন, ফিন-বি এর কার্যক্রমে সরকারি-বেসরকারি সকল খাতের সমন্বিত প্রয়াস গ্রহণের উপর গুরুত্ব দিতে হবে। যাতে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি আর্থিক সম্পৃক্ততার সম্পূর্ণ সুফল ভোগ করতে পারে।

দেশের অর্থনৈতিক খাতের অবস্থা এবং এর উন্নয়নে ফিন-বি এর ভ’মিকা সম্পর্কে আশা প্রকাশ করে ড. আতিউর রহমান বলেন, এমন একটি নেটওয়ার্ক গঠন আমাদের এসডিজি লক্ষ্যসমূহ অর্জনে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে।

সভাপতির বক্তব্যে আইএনএম এর সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আইএনএম আজ যে কাজটি শুরু করছে তার গুরুত্ব অপরিসীম। যদি দেশের হতদরিদ্র মানুষের দারিদ্রতা থেকে মুক্তির জন্য নানা উদ্যোগগ্রহণ ও বাস্তবায়ন সফলভাবে করতে হয়, তাহলে সকলের আর্থিক অন্তভর্’ক্তি নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নেটওয়ার্কের মাধ্যমে শুধুমাত্র আর্থিক অন্তভর্’ক্তি নয় বরং মানব উন্নয়নে বিভিন্ন দিক সম্পর্কিত জ্ঞান বিনিময়ের শূভ সূচনা করতে পারবে।