Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮: মালামাল ও যাত্রী পরিবহনে সৌদি আরবের সঙ্গে রেল যোগাযোগের পরিকল্পনা করছে ইসরায়েল। আরবি পত্রিকা আল-আরাবি আল-জাদিদ এ খবর দিয়ে বলেছে, ইসরায়েলের আগামী বছরের বাজেটে এ জন্যে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার। তিন দিন আগে এ বরাদ্দ অনুমোদন দিয়েছে ইসরায়েল। ইসরায়েল থেকে এ রেলপথ জর্ডান ও ইরাক হয়ে সৌদি আরব পৌঁছবে।

 

ইসরায়েলের সীমান্তে গাজা সংলগ্ন পর্যটন গ্রাম বাইসান গ্রামে প্রথম রেল স্টেশন স্থাপন করে এ রেল যোগাযোগের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। বাইসান গ্রামটিতে প্রতি সাপ্তাহিক ছুটিতে অন্তত ৬ হাজার মানুষ ভ্রমণ করে। বিশাল চিড়িয়াখানা, অলিম্পিক মানের সুইমিংপুল, অবসর পার্ক, বাগান, খেলার মাঠ সহ আধুনিক রেস্তোঁরায় সজ্জিত গ্রামটি। দেড় মিলিয়ন ডলার বিনিযোগ করে গ্রামটি পর্যটনের জন্যে আকর্ষণীয় করা হয়েছে।

বর্তমানে ইসরায়েল ইরাক সীমান্ত সংলগ্ন হাইফা বন্দর থেকে মালামাল আমদানি করে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো থেকে মালামাল জর্ডানের মধ্যে দিয়ে আনতে হয় ইসরায়েলকে। সিরিয়ায় গৃহযুদ্ধ হওয়ায় এসব বিকল্প পথে ঘুরে ইসরায়েলকে যে মালামাল আনতে হচ্ছে তারচেয়ে অনেক সস্তায় ও কম সময়ে মালামাল আনতে ইসরায়েল ওই নতুন রেলপথের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।

ইসরায়েলের পরিবহন মন্ত্রী ইসরায়েল কাৎজ এ রেলপথকে ‘পিস লাইন’ বা শান্তির পথ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ নতুন রেলপথ তার দেশের বন্দরের সঙ্গে এ রেলপথ মালামাল পরিবহনে ও বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করবে।
ইসরায়েরের রেলওয়ে কমিশন প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে। বলা হচ্ছে এ রেলপথ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি ছাড়াও ইসরায়েলের ভাবমূর্তি উজ্জল করবে।