কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামীকে বিয়ে সৌদি নারীর, ১০ বছরে দুই সন্তান!
বিয়ের জন্য তো মানুষ সুপাত্রকেই খুঁজে বেড়ায়। তবে কিছু ব্যতিক্রমও আছে। সে ব্যতিক্রমীদের একজন সৌদি নারী। যিনি কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামীকে বিয়ে করে কাটিয়ে দিয়েছেন দশটি বছর। এ দশ বছরের তাদের দুই সন্তানও জন্মগ্রহণ করেছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওই যাবজ্জীবনপ্রাপ্ত আসামীর সাজা পরিবর্তন করে ফাঁসির রায় দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে ফাঁসির রশিতে ঝুলতে পারেন ওই দুই সন্তানের জনক। ফলে ওই নারী ঘোষণা দিয়েছেন তার স্বামীর প্রতি দয়া না করা হলে দুই সন্তানসহ আত্মহত্যা করবেন।
২০০৭ সালে কারাগারেই যাবজ্জীবনপ্রাপ্ত আসামী জামিলের সঙ্গে বিয়ে হয় জহুরের। গত দশ বছরে স্বামী স্ত্রী কারাগারেই সাক্ষাৎ করতেন। গত দশ বছরে তাদের দুই সন্তানও জন্ম নেয়। তবে দশ সম্প্রতি বাদি পক্ষের আপিলের ভিত্তিতে জিদ্দা হাইকোর্ট জামিলের ফাঁসির রায় দিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আপিল করেছেন ওই নারী। যদি তার স্বামীকে ক্ষমা করে দেওয়া না হয় তাহলে স্বপরিবারে আত্মহত্যার ঘোষণা দেন তিনি। সূত্র: সৌদি গেজেট