খােলা বাজার২৪। শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮: মিয়ানমারে রোহিঙ্গারা ফিরে যাওয়ার পর আবার যেন বাংলাদেশে পালিয়ে আসতে না পারে সেজন্য প্রত্যাবাসন শুরুর পর সেটাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ফিজিকাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি অনুযায়ী ফিরে যাওয়া রোহিঙ্গারা কি অবস্থায় আছে তা দেখার জন্য ৩ মাস পর পর রিভিউ মিটিং করা হবে।
ফিজিকাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বেশ কিছু খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়া হয়েছে। তারমধ্যে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার খরচ বহন করবে মিয়ানমার সরকার।
পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে যেকোন কিছুই চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। তবে এবারের প্রত্যাবাসন আগের যেকোন সময়ের চেয়ে টেকসই হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে গিয়ে আবার যেন নির্যাতনের শিকার না হয় তা নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র সচিব আরও বলেন, জিরো পয়েন্টে থাকা ৭ হাজার রোহিঙ্গাকে সবার আগে ফিরিয়ে নিতে বলা হয়েছে, তাতে যাচাইবাছাইয়ের সমস্যাও হবে না।
ইউএনএইচসিআরকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করতে মিয়ানমারের অনাগ্রহের বিষয়ে আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, এই বিষয়ে ছাড় দেয়া উচিত হবে না।
সূত্র : ডিবিসি নিউজ