খােলা বাজার২৪। শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮: নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে জন্ম শহীদ আসাদ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে পাকিস্তানি বাহিনীর গুলিতে রক্তাক্ত শহীদ আমানুলাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের রক্তে রঞ্জিত শার্টকে এভাবেই জাতির প্রাণের পতাকার সঙ্গে তুলনা করেছিলেন কবি শামসুর রাহমান। আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। আমানুলাহ মোহাম্মদ আসাদুজ্জামানের ৪৮তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে এ দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। শহীদ আসাদ তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। ঊনসত্তরের ছাত্র-গণঅভ্যুত্থানের একপর্যায়ে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে আসাদ শহীদ হন। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে। পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। এই গণঅভ্যুত্থানের পথ ধরেই স্বাধীনতা সংগ্রাম ত্বরান্বিত হয়। বিবৃতিতে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলার পক্ষ থেকে শহীদ আসাদের আত্মদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন।