খােলা বাজার২৪। শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮: তুরস্কের ইস্কিসেহির প্রদেশে এক পর্যটনবাহী বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। বাসটি রাজধানী আঙ্কারা থেকে শনিবার উত্তরাঞ্চলীয় বার্সা প্রদেশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যম।
খবরে বলা হয়েছে, পর্যটন বাসটি একটি ফার্মে যাওয়ার সময় ইস্কিসেহির-বার্সা মহাসড়কে একটি গাছে গিয়ে ধাক্কা লাগার ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সকলকে হাসপাতালে নেয়া হলে তার মধ্য থেকে প্রথমে ১১ জন পরবর্তিতে আরো ২জনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানায় চিকৎসকরা।
ইতোমধ্যেই ইস্কিসেহির প্রদেশের গভর্নর ওজদামির কারাকাক ও রাজ্য পুলিশ প্রধান ইনজিন ডিনকাজা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি।