খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: ইনজুরি যেন পিছুই ছাড়ছেনা অ্যাঞ্জেলো ম্যাথিউজের। চলতি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়ে খেলতে পারছেন না সিরিজের বাকি ম্যাচগুলো। চিকিৎসার জন্য ইতোমধ্যে কলম্বো ফিরে গেছেন ম্যাথিউজ। ত্রিদেশীয় সিরিজের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
গত ১৮ মাস থেকেই ইনজুরির সাথে লড়াই চলছে ম্যাথিউজের। ইনজুরির কারণে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। তবে হাথুরুসিংহে কোচ হওয়ার পর তাকে আবার এই দায়িত্ব দেয়া হয়।
দলনেতা হিসেবে প্রথম ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই অল রাউন্ডার। তবে লঙ্কানদের টিম ম্যানেজমেন্টের মতে, তার হ্যামস্ট্রিংয়ে টান লাগেনি বা ছিঁড়ে যায়নি। আগের ইনজুরিগুলোর প্রভাব থেকে তার এই সমস্যাটি হয়েছে। এই নিয়ে টানা দুই সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ম্যাথিউজ।
ডিসেম্বরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাওয়া চোট দুই সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে ঠেলে দেয়। এবারও তাকে নিয়ে শঙ্কা ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারবেন কিনা।