খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: মেহেদী হাসান(জবি প্রতিনিধি): "ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭" তে যুগ্মভাবে প্রথম হয়েছে দুজন মেয়ে। যার একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী "ঐশী"।
গত রবিবার সন্ধ্যা ৬টায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফেরা নদীর পাড়ে হোটেল চাত্রিয়ামে জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্যদিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে যুগ্মভাবে প্রথম হয়েছে সঙ্গীত বিভাগের ২য় বর্ষী রাকিবা ইসলাম ঐশী। এবং অপর জন ঢাকার মেয়ে সুমনা। ১ম রানারআপ তৃষা এবং ২য় রানার আপ নান্নু।
ইজাজ খান স্বপনের পরিচালনায় "ফিজ আপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭" এর উপস্থাপনায় ছিলেন মারিয়া নূর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন শিক্ষার্থী পেয়ে ধন্য, এমনটাই বলেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং জয় শর্মা। এছাড়াও জবি পরিবার তার এমন প্রতিভায় মুগ্ধ এমনটাই জানা যায় জবি শিক্ষার্থীদের কাছে।