Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮: সরকারী প্রতিশ্র“তি চাকুরী স্থায়করণ পাঁচ বছরেও বাস্তবায়ন না হওয়াই ফুসে উঠেছে কমিউনিটি হেলথ প্রোভাইডাররা (সিএইচসিপি)। শনিবার থেকে সকল কার্যক্রম বন্ধন নরসিংদী সদর উপজেলা অডিটরিয়ামের সামনে চাকুরী জাতীয় করণের দাবীতে শান্তিপূর্ণ অবস্তান কর্মসূচী পালন করছেন তারা। এদিকে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন নরসিংদী শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিন এর বক্তব্যে বলেন- কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন এর মধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়া এবং এসডিজি লক্ষ্যমাত্র অর্জনের জন্য দেশের ডিজিটাল স্বাস্থ্য সেবার কাঠামো সিএইচসিপিদের দ্বারাই নির্মিত এবং পরিচালিত হচ্ছে। তারপরেও নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন এক গভীর দুশ্চিন্ত ও হতাশার মাঝে জীবন ধারা অতিবাহিত করছেন তারা। আরো বলেন- সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী ২০১৩ সালে সামাজিক কর্মকান্ডে সফলতা ও ডিজিটাল স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের সিএইচসিপিদের অগ্রনী ভূমিকা থাকায় চাকুরী স্থায়ী করণের প্রতিশ্র“তি দেওয়া হয়। কিন্তু পর্যন্ত সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরণের সরকারের পক্ষ থেকে কোন পদক্ষ্যাপ দৃষ্টিগোচর হয়নি। যার কারণে সিএইচসিপিদের মধ্যে সারা দেশে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা পরিবার সহ তের হাজার কর্মী ইনক্রিমেন্ট, বেতনবৃদ্ধিসহ অন্যান্য মৌখিক সুযোগ সুবিদা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে বলে দাবী করেন তারা। সাধারণ সম্পাদক বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, জননেত্রী প্রধানম্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক, দারিদ্র জন গোষ্ঠির সেবার ভরসাস্থল কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণ না করা পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে এবং ২৩ জানুয়ারী মঙ্গলবার জেলা ভিত্তিক কর্মসূচী পালন করা হবে বলে জনান। ফায়ার সার্ভিস অফিসে ছাড় পত্রের নাম চলছে দূর্নীতি