খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮: জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানে হারালো টাইগাররা। এদিন বাংলাদেশের বোলিং অসাধারণ হলেও ব্যাটিংটা খুব ভালো হয়নি।
স্কোরবোর্ডে ১৭০ রান তুলতেই হারিয়ে ফেলে ৮ উইকেট। শেষের দিকে সানজামুল, মোস্তাফিজ ও রুবেল হোসেন মিলে স্কোর বোর্ডে ৪৬ রান যোগ করেন। টাইগারদের মোট সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২১৬ রান। শেষদিকে বোলারদের কাছ থেকে এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে পুলকিত টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাদের প্রশংসায় ভাসিয়ে দিলেন ম্যাশ। ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকার মাশরাফি বলেন, ‘টসের সময় মনে হয়েছিল আজকের উইকেটে ২৮০ থেকে ৩০০ রান হবে। তবে ব্যাট করার জন্য উইকেট সহজ ছিল না। তামিম-সাকিব অসাধারণ ব্যাট করেছে। মিডল অর্ডারে আমরা পরপর উইকেট হারিয়েছি। নবম, দশম ও ১১তম ব্যাটসম্যান মিলে স্কোরে প্রায় ৪৫ রান যোগ করেছে। মোস্তাফিজরা নেটে ব্যাটিং অনুশীলন করছে। আর সেটি আমাদের খুব কাজে দিয়েছে।’
দলের বোলিং পারফর্ম্যান্স নিয়ে সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা যখন বল করতে নেমেছি তখন ছেলেদের কাছ থেকে পেশাদার পারফরম্যান্স চেয়েছি। তারা সেটি দিয়েছে। ছেলেরা যেভাবে খেলছে সেটা দারুণ। ইনটেনসিটি ও মোমেন্টাম ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ আমরা এটি ধরে রাখতে পারব।’