Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮: বিপজ্জনক স্ক্র্যাব জাহাজ দিয়ে পর্যটক পরিবহন করায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংগঠন সিটিজেন ভয়েস। সংগঠনটি বলেছে, অধিক নিরাপদ এবং বিলাসবহুল সরকারি জাহাজ মধুমতি ও বাঙালি এবার চালু না থাকায় চরম হতাশ পর্যটকরা।
মঙ্গলবার রাজধানীর ২২/১ তোপখানা রোডের নিজস্ব কার্যালয়ে  এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, ভোলার চরফ্যাশনের বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন এলসিটি কুতুবদিয়া, জামায়াত নেতা মীর কাশেম আলীর কেয়ারি সিনবাদ, বিএনপি নেতা আব্দুর রশিদ এলসিটি কাজল এবং ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাদুরের মালিকানাধীন সুকান্ত বাবু নামের জাহাজগুলো সাগরে চলার অযোগ্য হয়েছে অনেক আগেই। নিয়ম অনুযায়ী জাহাজ নির্মানের পর সর্বোচ্চ ১৫ বছর সমুদ্রে এবং ৩০ বছর পর্যন্ত অভ্যন্তরীন নদীপথে চলাচলের যোগ্য থাকে। কিন্তু এই জাহাজগুলো অতিরিক্ত ১০ থেকে ১৫ বছর ধরেই সমুদ্রে চালানো হচ্ছে। অনেক আগেই ওই জাহাজগুলো স্ক্র্যাব বা ভাঙারি হওয়ার কথা। অথচ বিআইডব্লিউটিসি এবং নৌ পরিবহন অধিদফতরের কিছু অসাধু কর্মকর্তা বিশেষ করে চট্টগ্রাম মেরিন মার্কেন্টাইল ডিপার্টমেন্টের প্রধান শফিকুল ইসলাম, নৌ পরিবহন অধিদফতরের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জাহাজগুলো বার বার চলার অনুমতি দিয়েছেন।

বক্তারা আরো বলেন, শেষ সময়ে সরকারকে বিপদে ফেলতে বিআইডব্লিউটিসি এবং নৌ পরিবহন অধিদফতর কিছু কর্মকর্তা যোগশাজসে এমন কাজ করেছেন।

অনুষ্ঠানে সিটিজেন ভয়েস’র সভাপতি সাংবাদিক শ্যামল কান্তি নাগ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মারুফ মোরশেদ রানা, এ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম, এ্যাডভোকেট জসিম উদ্দিন, সাংবাদিক রেজা মাহমুদ, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।