খােলা বাজার২৪। বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮: মেহেদী হাসান(জবি প্রতিনিধি):জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ আকরাম উজ্জামানের ‘গবেষণা প্রতিবেদন লেখার নিয়মাবলি: অচঅ-এর ৬ষ্ঠ সংস্করণ অনুযায়ী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
লেখক ড.মুহাম্মদ আকরাম উজ্জামান দাবি করেন বাংলা ভাষায় অচঅ-এর বই এটাই প্রথম।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স রুমে বইটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
মোড়ক উন্মোচন শেষে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.অশোক কুমার সাহা এর সভাপতিত্বে বইটির উপর আলোচনা করেন অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন এবং অধ্যাপক ড.নূর মোহাম্মদ।
আলোচকরা বলেন, মনোবিজ্ঞানসহ সামাজিক বিজ্ঞান, বাণিজ্য অনুষদ এবং অন্যান্য উরংপরঢ়ষরহব,এ উরংংবৎঃধঃরড়হ,ঞযবংরং,ঋরবষফড়িৎশ,চৎধপঃরপধষ,ঞবৎসঢ়ধঢ়বৎ,চৎড়লবপঃ,অংংরমহসবহঃইত্যাদি লেখার ক্ষেত্রে অচঅ ঝঃুষবব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কিন্তু বাংলা ভাষায় বইয়ের অভাবে অনেক গবেষক, ছাত্র-ছাত্রী, শিক্ষক প্রমূখ সঠিকভাবে অচঅ-এর নিয়ম কানুন ব্যবহার করতে পারেন না। আশা করি বইটি গবেষণা প্রতিবেদন লেখার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে।
এসময় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জিনুন নাহার, সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,রেজিষ্টার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।