খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮: সম্প্রতি মিরকাদিম বাজার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ এ যমুনা ব্যাংক লিমিটেড এর ১ম ডিজিটাল ব্যাংকিং সেন্টার ”যমুনা ব্যাংক স্পীড” মিরকাদিম সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেন্টারটি উদ্বোধন করেন সাবেক এম পি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এসময় অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম সাইফুদ্দীন আহমদসহ নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম।
যমুনা ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সেন্টারের মাধ্যমে নগন অর্থ উত্তোলন ছাড়াও গ্রাহকদের জন্য উল্ল্যেখযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে, বিভিন্ন ইউটিলিটি বিল প্রদান,শিক্ষার্থীদের বেতন প্রদান,বিভিন্ন সরকারী রাজস্ব প্রদানসহ আরো অন্যান্য সুবিধাসমূহ।