Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮: কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সপ্তাহান্তে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ সংখ্যা আফগান কর্তৃপক্ষের আগের বলা সংখ্যার প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরুহ এএফপি’কে বলেন, ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতের মধ্যে ২৫ জন আফগান নাগরিক।’
তিনি বলেন, ‘নিহত বিদেশি নাগরিকদের ব্যাপারে আমরা কিছু জানি না। তিনি জানান, হামলায় ১২ আফগান নাগরিক আহত হয়েছে।
শনিবার রাতের ওই হামলায় ১৫ জন বিদেশি নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করায় এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো।
এর আগে আফগান কর্মকর্তারা এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিল এদের বেশীর ভাগই বিদেশি নাগরিক।