খােলা বাজার২৪। শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮: বাংলাদেশ যেন চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত না হয় সেদিকে লক্ষ্য রেখে কাস্টমস কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
শুক্রবার সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবসের র্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন মোশাররফ হোসেন ভূঁইয়া।
তিনি আরও জানান, জঙ্গিদের মতো অনাকাঙ্খিত কোনো ব্যক্তি যেন দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও কাজ করছে বাংলাদেশে কাস্টমস কর্তৃপক্ষ।
পরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালি রাজধানীর সেগুনবাগিচার এনবিআর ভবন থেকে শুরু হয়ে মৎস্য ভবন ও জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে এনবিআর চেয়ারম্যানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সূত্র: ডিবিসি নিউজ