Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮: জাকাত আদায় না করার অভিযোগে ইয়েমেনের প্রধান মুফতি ও বিচারক কাজী মুহাম্মদ ইসমাঈলকে আদালতে তলব করা হয়েছে। হুথি বিদ্রোহীদের শাসনাধীন রাজধানী সানার একটি আদালত এ বিষয়ক একটি নোটিস জারি করে।

নোটিসে বলা হয়, জাকাত আদায় না করার ব্যাপারে কাজী মুহাম্মদ ইসমাঈলকে আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য বলা হয়েছে। যদি তিনি উপস্থিত না হন তার বিরুদ্ধে মামলা চলতে থাকবে বলেও জানানো হয়।

একজন ধর্মীয় নেতাকে আদালতে তলবের বিরুদ্ধে সমালোচনা করছেন দেশটির জনগণ। সামাজিক যোগাযোগ সাইটে বিষয়টিকে প্রধান মুফতির বিরুদ্ধে অপমান জনক বলে আখ্যা দেওয়া হয়। তারা বলেন, এ মামলা জাকাত আদায় না করার জন্য নয় বরং হুথিদের সমর্থন না করার কারণে মামলা করা হয়।

উল্লেখ্য, ইসমাঈল আল উমরানি বয়স শতের কাছাকাছি। তিনি সানার অধিবাসী। গত বছর হুথিরা তাকে প্রধান মুফতির পদ থেকে সরিয়ে শিয়া আলেম শাসসুদ্দীন মুহাম্মদ সারফুদ্দীনকে প্রধান মুফতির আসনে বসান। সূত্র: আল আরাবিয়া