Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮: মোঃ আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি।। "দাবী মোদের একটাই চাকুরীর বয়স ৩৫ চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি চাকুরীতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও র‌্যালি পালন করা হয়েছে।

 

শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌরাস্তায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে প্রায় ১ ঘন্টা ব্যাপি র‌্যালিটি একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে প্রায় ৫শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই র‌্যালিতে বাংলাদেশ  সাধারণ ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ- সভাপতি জিয়ারুল ইসলাম ও মোকসেদ আলী,  সাধারন সম্পাদক নাজমুল হুদা সোহান, সহ- সাঃ সম্পাদক বিশ্বজিৎ রায়, আরিফুজ্জামান আরিফ, মিল্টন খন্দকার,  সয়ংদা, বদিউজ্জামান, আনোয়ার, হেলাল, দিপক প্রমুখ।

 

বক্তারা বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে সর্বত্র চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর উপরে এমনকি বিশ্বের কোন কোন দেশে চাকুরিতে প্রবেশের নির্দিষ্ট কোন বয়সসীমা নেই। কিন্তু আমাদের দেশে চাকুরীতে বয়সের প্রবেশসীমা ৩০ হওয়ায় এই সময়ের পরে অনেকেই বেকার হয়ে যান।

 

বক্তারা আরো বলেন, জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনা যেন ছাত্রদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই দাবিটি মেনে নেয়।

 

তারা বলেন, একজন শিক্ষার্থীর ২৩ বছর বয়সে শিক্ষা জীবন শেষ হওয়ার কথা থাকলেও স্নাতকোত্তর সনদ প্রাপ্তিসহ সর্ব সাকুল্যে বয়স কমপক্ষে ২৭-২৮ বছর পার হয়ে যায়। দীর্ঘ শিক্ষা জীবন শেষ করে মাত্র দুই বা আড়াই বছর চাকুরীর সন্ধানের সুযোগ মিলে; এতে ব্যর্থ হলে অনেকের শিক্ষাজীবন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং এই প্রেক্ষিতে চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা সময়ের দাবী।

 

বক্তারা জানান, আগামীকাল রবিবার (২৭ জানুয়ারি ) সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।