খােলা বাজার২৪। শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮: ত্রিদেশীয় সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় তারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। সব শেষ ম্যাচে ৮২ রানে বাংলাদেশকে অলআউট করে ১০ উইকেটে জিতে নেয় ম্যাচ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজ দেশে পাড়ি জমানোর পর প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে টাইগারদের বিপক্ষেই খেলতে আসেন। আর টিম বাংলাদেশের বিপক্ষেই তিনি লঙ্কান দলে আনেন নতুন এক চমক।
আজ সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে টাইগারদের বিরুদ্ধে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ২২ বছর বয়সী ফাস্ট বোলার শেহান মাদুশানাকাকে অভিষেক করানো হয়েছে। তাকে হাথুরুর নতুন ‘আবিষ্কার’ হিসেবেই আখ্যা দেয়া হয়েছে।
ক্যারিয়ারে তিনটি ফার্স্ট ক্লাস ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাদুশানাকা। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। তার গড় বোলিং গতি ১৩৫। বলের মধ্যে ভিন্নতাও আছে।
ক্রিকবাজ এই তরুণ বোলারের সঙ্গে মুস্তাফিজুর রহমানেরও তুলনা করেছে।