Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮: ২৪১ রানের টার্গেটে খেলতে নামা দল যখন দ্বিতীয় উইকেট জুটিতে একশ পার করে ফেললো, ভারতীয় সমর্থকরা হয়তো হোয়াইটওয়াশ হজম করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলো। কিন্তু কে জানতো টেস্ট ক্রিকেটের চিরায়ত সৌন্দর্যের আরো বাকি আছে!

অনেক নাটকের জন্ম দেয়া জোহানেসবার্গ তার শেষ নাটকটা দেখলো চতুর্থ ইনিংসে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাশিম আমলা যখন ব্যক্তিগত ৫২ আর দলীয় ১২৪ রানে আউট হলেন তখনই যেমন মড়ক লাগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। একপ্রান্ত দিয়ে তাসের ঘরের মতো ভেঙে পরে ব্যাটিং লাইন। অপর প্রান্তে ৮৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার ডিয়ান এলগার।

শেষ মূহুর্ত পর্যন্ত লড়াই করেছেন এলগার, কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে পরাজয় দেখতে হয়েছে দলের। প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে ৪ জন আউট হয়েছে শূন্য রানে, বাকি চারজন এক অঙ্কের ঘরে। সম্ভাবনা জাগিয়েও তাই জিততে না পারার মূল কারণ এটিই। অথচ আগের দিনের ভয়ঙ্কর পিচে এদিন সকাল থেকেই দারুণ খেলছিলেন এলগার ও আমলা। ৫৩ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অবশ্য ভারতীয় বোলারদের কৃতিত্ব খাটো করে দেখার উপায় নেই। মোহাম্মদ শামি একই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন উত্তর প্রদেশের এই পেসার।

এই জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়াতে পারলো ভারত। তারা সিরিজ হেরেছেন ২-১ ব্যবধানে। যদিও ২৫ বছরের খরা কাটানোর হুঙ্কার দিয়ে দক্ষিণ আফ্রিকায় পা রেখেছিলো কোহলি বাহিনী। তবে সেই আশা পূরণ না হলেও শেষ টেস্টে জিতে কিছুটা সান্তনা তো পেল!

উৎসঃ নয়াদিগন্ত