খােলা বাজার২৪। রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশে আবারও গুমের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আশঙ্কার কথা ব্যক্ত করে চিঠি পাঠিয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি জানিয়েছেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস।
অ্যাডামস তার বিবৃতিতে বলেছেন, গুম এবং গোপনে আটক বাংলাদেশের মানুষের জন্য একটি আতঙ্কের বিষয় হয়ে গেছে। তাঁদের আশঙ্কা, কোনো সমালোচনা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রশাসনের পক্ষ থেকে দুয়ারে করাঘাত হতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তৃতীয় দফা মেয়াদের শেষ ধাপে উপনীত হচ্ছেন। আক্রান্ত পরিবারগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়া এই সমস্যা সুরাহা করতে একটি নিরপেক্ষ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা উচিত।
গত ২৬ জানুয়ারি সংস্থাটি তাদের নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীকে পাঠনো চিঠিটি প্রকাশ করে। যাতে গুম বাংলাদেশের জন্য অন্যতম উদ্বেগের বিষয় বলে উল্লেখ করা হয়।
চিঠিতে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেসব ব্যক্তি ‘গুম’ হয়েছেন বলে অভিযোগ রয়েছে তাঁদের সন্ধান ও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি গুমের প্রবণতা এখনই থামাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া চিঠিতে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশে অন্তত ৮০টি গুমের ঘটনা গণমাধ্যমের মাধ্যমে জানা গিয়েছে। এদের মধ্যে পরে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৭ জন। আর ১৭ জন এখনো নিখোঁজ। তবে ধারণা করছে প্রকৃত গুমের ঘটনা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: প্রথম আলো