খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮: পাকিস্তানের তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান দুই দল পিপিপি ও মুসলিম লীগ (নওয়াজ)। তারা বলেছে, আগাম নির্বাচন গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল শনিবার বলেন, আগাম নির্বাচনের দাবি মেনে নেয়া সম্ভব নয়। ঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিনেটের সভাপতি রাজা রাব্বানি বলেন, ‘গণতন্ত্রের প্রতি সম্মান দেখানো উচিত। কারণ এর মধ্য দিয়ে দেশ শক্তিশালী হবে। আমরা আগাম নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানাব না।’
উল্লেখ্য, আগামী জুলাই মাসে পাকিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু পিটিআই’র প্রধান ইমরান খান দাবি করেছেন, জুলাইয়ের আগেই নির্বাচন দিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলায় সফল হওয়ার পর ইমরান খান এখন নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মনে করছেন। সূত্র: জিও নিউজ