খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮: বিএনপির সিনিয়র নেতারা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিয়ে আদালতের রায় দেয়াকে কেন্দ্র করে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তা আদালতকে হুমকি দেয়ার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আদালত অবমাননার অপরাধে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে ছাড়া আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ফারুক।
সূত্র : আরটিভি