খােলা বাজার২৪। সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮: সারাদেশের অনুমোদনবিহীন সব প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও মাধ্যমিক অধিদপ্তরের ডিজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ফরিদুল ইসলাম বলেন, গত সপ্তাহে বিনামূল্যের বই বাজারে ছড়িয়ে পড়ার খবর পত্রিকায় প্রকাশ পায়। পরে এ ঘটনায় ময়মনসিংহের আদালতে একটি ফৌজদারি মামলা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু সেই নোটিশের কোনও জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।